Sunday , October 20 2019
Home / bangladesh / ক্ষমা চাইলেন আমির খান

ক্ষমা চাইলেন আমির খান



তিন সপ্তাহ হলেও বক্সঅফিসে একেবারেই ভালো করতে পারেনি 'ঠগস অফ হিন্দুস্তান'. নির্মাতারাও নিশ্চুপ. If you are not logged in
গত 8 নভেম্বর, দিওয়ালিতে মুক্তি পেয়েছে 'ঠগস অফ হিন্দুস্তান'. তিনশো কোটি বাজেটের এ সিনেমাটি মুখ থুবড়ে পড়েছে. অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফের মতো সুপারস্টারেরা থাকা সত্ত্বেও শেষরক্ষা হয়নি. কিন্তু দায় কার? প্রশ্ন উঠেছে এটাই.
বিষয়টি নিয়ে অবশেষে মুখখুললেন আমির. সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি 'ঠগস' বিপর্যয়ের দায় নিজের কাঁধে তুলে নিলেন. জানান, দর্শকের ভালো লাগেনি 'ঠগস'. তাদের সিনেমা যে দর্শকের মনোরঞ্জন করতে পারেনি, তার জন্য ক্ষমাও চেয়েছেন মিস্টার পারফেকশানিস্ট.
তিনি প্রযোজকও নন, অভিনেতা. শুধুমাত্র একজন অভিনেতা হয়ে বিপর্যয়ের দায় কেন তুলে নিলেন নিজের কাঁধে? এ নিয়েও চলছে বিতর্ক.
সূত্র: আনন্দবাজার
এসএ /


Source link