
<! –
->
ভারতের জনপ্রিয় গায়ক মোহাম্মদ আজিজ আর নেই. হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার মুম্বইয়ের নানাবতী হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওন্না ইলাইহি রাজিউন). তার বয়স হয়েছিল 64 বছর. সোমবার কলকাতায় একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি. মঙ্গলবার মুম্বই ফেরেন. সেখানে পৌঁছেই হৃদরোগে আক্রান্ত হন. If you are not logged in সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি. 1954 সালে উত্তর ২4 পরগণার অশোকনগরে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আজিজ. জন্মসূত্রে তার নাম সৈয়দ মোহাম্মদ আজিজ-উন-নবি. ছোট থেকেই মোহাম্মদ রফির ভক্ত ছিলেন তিনি. সেই সূত্রেই সংগীত জগতে প্রবেশ. প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত বাংলা ছবি 'জ্যোতি'-তে প্রথমবার গাওয়ার সুযোগ পান তিনি. তার পর এক প্রযোজকের সুপারিশে মুম্বই যাত্রা করেন. 1984 সালে 'আম্বর' ছবির মাধ্যমে প্রথমবার হিন্দি ছবিতে গান গাওয়ার সুযোগ পান. তবে প্রথম সাফল্য পান অমিতাভ বচ্চন অভিনীত 'মর্দ' ছবিতে গান গেয়ে. তার পর আর ফিরে তাকাতে হয়নি তাকে. দীর্ঘ তিন দশকের কেরিয়ারে কল্যাণজি-আনন্দজি, লক্ষ্মীকান্ত-পিয়ারেলাল, রাহুল দেববর্মণ, ওপি নায়ার, বাপ্পি লাহিড়ী, অনু মালিক, নাদিম-শ্রাবণ-সহ একাধিক খ্যাতিমান সুরকারের সঙ্গে কাজ করেছেন. গান গেয়েছেন অমিতাভ বচ্চন, গোবিন্দ, ঋষি কাপুর এবং মিঠুন চক্রবর্তীর মতো সুপারস্টারদের গলায়. নব্বইয়ের দশকে তার গাওয়া 'মাই নেম ইজ লখন', 'লাল দোপাট্টা মলমল কা', 'চাঁদ গগন সে ফুল চমন সে', 'তু মুঝে কবুল' গানগুলি আজও বেশ জনপ্রিয়. বাংলা, হিন্দি, ওড়িয়া মিলিয়ে বিভিন্ন ভাষায় প্রায় ২0 হাজার গান গেয়েছেন মোহাম্মদ আজিজ. গেয়েছেন ভজন and সুফি গানও. অসংখ্য পুরস্কার ও সম্মানও পেয়েছেন তিনি.
এই বিভাগের সর্বাধিক পঠিত