Tuesday , October 22 2019
Home / bangladesh / বিখ্যাত কয়েকজনের সঙ্গেও পলাশের অন্তরঙ্গ ছিলো

বিখ্যাত কয়েকজনের সঙ্গেও পলাশের অন্তরঙ্গ ছিলোবাংলাদেশ বিমানের 'ময়ূরপঙ্খী' উড়োজাহাজ ছিনতাইচেষ্টাকারী নিহত পলাশ আহমেদের সঙ্গে বিখ্যাত কয়েকজনের ছবি পাওয়া গেছে. এদের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান, জেমস, আশিষ বিদ্যার্থী প্রমুখ.

তবে তারা ছাড়াও নজর কেড়েছেন আরও একজন. তিনি হচ্ছেন এক আমেরিকান পাইলট. তার সঙ্গে পলাশের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে, চলছে নানা রকম আলোচনা. এলাকায় পলাশ নামে পরিচিত হলেও ঢাকায় তিনি পরিচিত ছিলেন মাহিবি জাহান নামে. জানা যায়, চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন তিনি. পল্লীকবি জসিম উদ্দিনের বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'কবর'র সাথে জড়িত ছিলেন পলাশ. এছাড়া, 'মাহিবি জাহান' নামের ফেসবুক আইডিতে ক্রিকেটার সাকিব আল হাসান, নগরবাউল জেমস ও বলিউড অভিনেতা (খলনায়ক) আশিষ বিদ্যার্থী ও আমেরিকান এক পাইলটের সঙ্গে তোলা পলাশের ছবি রয়েছে. ২014 সালের 5 নভেম্বর পোস্ট করা ওই ছবিতে লোকেশন যুক্তরাষ্ট্রের টেক্সাস দেওয়া থাকলেও পাইলটের পরিচয় নেই. Sign in with Facebook Sign in with Facebook Sign in with Google ছোটবেলা থেকেই তিনি পরিবারের অবাধ্য ছিল. এদিকে র্যাব জানায়, ছিনতাইচেষ্টায় কমান্ডো অভিযানে নিহত পলাশ র্যাবের অপরাধী ডাটাবেজের অন্তর্ভুক্ত. এক নারীকে অপহরণের ঘটনায় তিনি ২01২ সালে গ্রেফতার হয়েছিলেন.

Print Friendly, PDF & Email

Source link